সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ এপ্রিল ২০১৮
এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি হোম
ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন ও শিল্প কারখানার বিস্তার, রাসায়নিক সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ আজ বিপন্ন। তাই জীবপ্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ হ্রাসে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। এই লক্ষ্যকে সামনে রেখে এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি বিভাগ পরিবেশ দূষণ রোধ ও প্রতিকারকল্পে টেকসই প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করে যাচ্ছে। পরিবেশবান্ধব কৃষি ও শিল্প এবং জীববৈচিত্র্য সংরক্ষণে টেকসই প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণ এ বিভাগের মূল লক্ষ্য।
গবেষণা ক্ষেত্র
- জীবাণুসার এবং বায়োপেস্টিসাইড
- বায়োরেমিডিয়েশন
- জীববৈচিত্র্য সংরক্ষণ
উদ্দেশ্য
- পরিবেশবান্ধব জীবাণুসার ও বায়োপেস্টিসাইড উদ্ভাবন এবং উন্নয়ন
- পরিবেশ দূষণ রোধকল্পে প্রতিকার এবং ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন
- মাটি ও পানির অনুজীবের বৈচিত্র্য সংরক্ষণ
- উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে হস্তান্তর
বিভাগের অর্জন
- সংগৃহীত ধান গাছের মূলের নমুনা থেকে এ পর্যন্ত তিন ধরনের মোট ২৬টি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া পৃথক করা হয়েছে;
- পৃথকীকৃত অনুজীবের নাইট্রোজেন সংবন্ধন ক্ষমতার মাত্রা ও মলিকুলার পর্যায়ে সনাক্তকরণ চলমান রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা
- ধানের পাশাপাশি অন্যান্য ফসলের জন্য জীবাণুসার উদ্ভাবন ও মাঠ পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর
- রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার সক্ষমতা বৃদ্ধি
- মাটি ও পানিতে উপস্থিত বিষাক্ত ধাতব পদার্থের দূষণ প্রশমক অনুজীব সমূহের কার্যকারিতা বৃদ্ধির জন্য জীন প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ