ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)’তে শুরু হল চারদিন (১৬-১৯ জুন ২০২৫) ব্যাপি একাদশ জাতীয় বায়োক্যাম্প ২০২৫
প্রকাশন তারিখ
: 2025-06-16
জাতীয় বায়োক্যাম্প ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অদ্য সকাল ১০:০০ ঘটিকায় এনআইবি’র সেমিনার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইবি’র মাননীয় মহাপরিচালক, অধ্যাপক ড. মোঃ ছগীর আহমেদ।
আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড এ অংশগ্রহণের জন্য প্রার্থী বাছাই এর নিমিত্ত এনআইবিতে একাদশ “জাতীয় বায়োক্যাম্পে ২০২৫” অনুষ্ঠিত হচ্ছে। এবারের বায়োক্যাম্পে অংশগ্রহণ করছে দেশের বিভিন্ন প্রান্তের ১৮টি স্কুল ও কলেজের ২০ জন ছাত্র ছাত্রী। অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদেরকে আগামী তিন দিন এনআইবিতে জীবপ্রযুক্তি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে মুল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হবে। মূল্যায়ন পরীক্ষা মাধ্যমে চার (০৪) জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। নির্বাচিত চার জন ছাত্র ছাত্রী আগামী ২০-২৭ জুলাই ২০২৫ তারিখে ফিলিপিন্সে অনুষ্ঠিতব্য ৩৬ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। চারদিন ব্যাপি একাদশ জাতীয় বায়োক্যাম্প ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান আগামী ১৯ জুন ২০২৫ তারিখে এনআইবিতে অনুষ্ঠিত হবে।